কীভাবে বুঝবেন আপনার সন্তান মাদকাসক্ত ?

কীভাবে বুঝবেন আপনার সন্তান মাদকাসক্ত ?

খুব সহজেই যেকোন সময়ে আপনার সন্তান জড়িয়ে পড়তে পারে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে। তাই সন্তানকে নিরাপদে রাখতে তার খোঁজখবর আপনাকেই নিতে হবে। আপনার অসাবধনাতার কারণেই আপনার সন্তান মাদকাসক্ত হয়ে পড়তে পারে। যার ফলে আপনার পরিবারে নেমে আসতে পারে ভয়াবহ পরিণতি।

আপনার সন্তান মাদকাসক্ত কি-না তা বোঝার লক্ষনঃ-

  • মিথ্যা কথা বলা, কথা দিয়ে কথা না রাখা।
  • অধিক রাত পর্যন্ত জেগে থাকা এবং অসময়ে ঘুমানো।
  • পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়া, স্কুল / কলেজ পালানো।
  • একা একা থাকা বা নিজেকে আড়াল করে রাখা।
  • অতিরিক্ত টাকা-পয়সার চাহিদা করা এবং প্রতিদিনই বিভিন্ন বাহানায় হাত খরচ বেড়ে যাওয়া।
  • মূল্যবান জিনিসপত্র চুরি করা বা না বলে বিক্রি করে দেয়া।
  • স্মৃতিশক্তি কমে যাওয়া, বিচার-বিশ্লেষণ ক্ষমতা ও বিচক্ষণতা কমে যাওয়া।
  • প্রতিদিন কোন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ির বাইরে থাকা।
  • পোশাক-পরিচ্ছদের রুচির বড় রকমের পরিবর্তন হওয়া।
  • হঠাৎ অতিরিক্ত আধুনিকভাবে নিজেকে উপস্থাপন করা।
  • চেহারা ও স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া, অপরিস্কার ও অপরিচ্ছন্ন থাকা।
  • ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, অতিরিক্ত পরিমাণে চা, কফি এবং বিশেষ ধরনের এনার্জি ড্রিঙ্কস পান করা।
  • সামান্য ব্যাপারেই রেগে যাওয়া, বিরক্তিভাব প্রকাশ করা।
  • ধর্মীয় আচার আচরণ এবং সামাজিক সৌজন্যবোধকে অবজ্ঞা করা বা এসব বিষয়ে উদ্ভট যুক্তি তর্ক উপস্থাপন এবং ঠাট্টা তামাশা করা।
  • বাসায় নতুন নতুন বন্ধুদের আনাগোনা বেড়ে যাওয়া। আসক্ত বন্ধুদের বা অসম বয়সীদের সঙ্গে মেলামেশা করা। ঘরের দরজা বন্ধ করে বন্ধু-বান্ধবীদের নিয়ে আড্ডাবাজি করা।

তবে সন্তানের যে কোন মাদকাসক্তি সাধারণত ধুমপান দিয়েই শুরু হয়। আপনার সন্তানের মাদকাসক্তি লুকানোর বা লজ্জার কোন বিষয় নয়। হত্যা অথবা আত্মহত্যা, ইত্যাদি যে কোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে এ্যাডিকশন ম্যানেজমেন্ট সেন্টার (এ এম সি)-তে ড্রাগ এ্যাডিকশন স্পেশালিস্ট চিকিৎসকদের শরণাপন্ন হোন। সুচিকিৎসার মাধ্যমে ড্রাগ এডিকশন বা মাদকাসক্তি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব।

Related Post

মাদকাসক্তদের আধুনিক চিকিৎসা পদ্ধতি: নতুন জীবনের পথে A.M.C
মাদক এক দিকে যেমন দেহ ও মন কে ধ্বংস করে তেমনি সামাজিক ও পারিবারিক জীবনে বিপর্যয় ডেকে আনে এটি থেকে নিজেকে এবং সমাজ কে রক্ষা করা জরুরি!
মাদককে না বলুন জীবন কে হ্যাঁ বলুন
মাদক কে না বলুন
মাদকাসক্তির চিকিৎসার মূল উদ্দেশ্য ও পদ্ধতি
মাদক কে না বলুন